ফখরুল ইসলাম বিপ্লব (সিলেট) প্রতিনিধি: খুনীরা উপযুক্ত শাস্তি পাচ্ছে না বলে দেশে খুনের মাত্রা বেড়ে চলছে। অবিলম্বে এই খুনের সাথে জড়িত অপরাধীদেরকে গ্রেফতার করে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে দাবী এলাকাবাসীর।
সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের মাঝমহল্লায় প্রতিপক্ষ রাজু, সাজুদের হামলায় নিহত হয়েছেন কাতার প্রবাসী রশিদ আহমদ। রশিদ আহমেদের বড় ভাই গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য একটা শিশু নিয়ে ঝগড়া বিবাদের জের ধরে এই খুন হয়েছে বলে জানা গিয়াছে। নিহত রশিদ আহমদ এর বোনের জামাইয়ের সাথে বিবাদ ঘটে রাজু/সাজুদের, রাজু/সাজুরা রশিদ আহমদের বোন জামাইকে মারধর করা হয়েছে বলে শুনে গিয়েছিল বোনের শশুর বাড়ি, সেখান গেলে বিবাদ ঘটে রাজু/সাজুদের সাথে, রাত অনুমানিক ১টার দিকে উভয় পক্ষের মধ্যে বিবাদ সৃষ্টি দেখা দিলে রাজু-সাজুদের ছুরিকাগাতে নিহত হোন কাতার প্রবাসী রশিদ আহমদ।
সেই খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা রাজু-সাজুর বসত বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
খুনীদের পরিচয় তারা খুনী, কারো আত্মীয় স্বজন হতে পারে, কিন্তু সবকিছুর উর্ধ্বে হলো ওরা খুনী, ওরা জীবন্ত তরতাজা একজন মানুষকে খুন করেছে। এইসব খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন এলাকার বিক্ষুব্ধ জনতা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭