মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শারীরিক লাঞ্ছিত করায় পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মা। বৃহস্পতিবার (১৩ মার্চ) মুন্সীগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করলে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান মামলাটি আমলে নেন। ঘটনায় পুত্রের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু ও পুত্রবধূর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
অভিযুক্তরা হলেন, শ্রীনগর উপজেলার কোলা ইউনিয়নের সিংপাড়া গ্রামের দিদার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩৫) তার স্ত্রী রাশেদা বেগম (৩০)।
মামলা ও আদালত সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম ও রাশেদা বেগম মামলার বাদী খাদিজা বেগম (৬৫) এর পুত্র ও পুত্রবধূ। খাদিজা বেগম তার স্বামী কে নিয়ে আলাদা ভাবে বসবাস করেন একই বাড়িতে। আসামীরা তার মা-বাবাকে কোন প্রকার ভরন পোষন ও চিকিৎসা বাবদ কোন খরচ প্রদান করেন না।
এছাড়াও গেলো ৩ মার্চ স্বামী দিদার হোসেন নিজ সম্পত্তিতে বসবাসকৃত ঘরটি মেরামত করতে গেলে ছেলে আমিনুল ইসলামের স্ত্রী কু-পরামর্শে ঘরের কাঠ, সিমেন্ট এর খুঁটি ফেলে দেয় এবং কাঠের বেড়া করাত দিয়ে কেটে ফেলে। এতে প্রায় পঞ্চাশ হাজার টাকার প্রতি সাধন করে। পরে তার জানায়, সম্পত্তি তাদের নামে লিখে না দিয়ে উক্ত ঘর মেরামত করিতে পারিবে না। অস্বীকার করলে অভিযুক্তরা রাগান্নিত হয়ে অকথ্য ভাষায় গালিগালজ এবং কাঠের ডাসা দিয়ে মাকে বারি মেরে নীলাফুলা জখম করে।
এ বিষয়ে খাদিজা বেগমের স্বামী দিদার হোসেন গত ৯ মার্চ মুন্সীগঞ্জ আদালতে ভরনপোষণ চেয়ে পুত্র ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। ঘটনার জেরে অভিযুক্তরা গত ১২ মার্চ মাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে টানা হেচড়া করে, চর থাপ্পর, কিল-ঘুষি মেরে নীলাফুলা জখম করে।
এ ব্যাপারে ওই আদালতের বেঞ্চ সহকারি মোয়াজ্জেম হোসেন জানান, পিতা-মাতাকে ভরণপোষণ ও চিকিৎসার খরচ না দিয়ে মারপিট করার অপরাধে, মা আদালতে অভিযোগ করে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণপূর্বক পুত্র আমিনুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পুত্রবধূ স্ত্রী রাশেদা বেগমের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭