ঝিনাইদহ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ফয়লায় অবস্থিত লাইফ সাইন্স মেডিকেল টেকনোলজি ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পালিত হয়েছে । কর্মসূচির প্রথম ধাপে সকাল ১০ ঘটিকায় অত্র ইনস্টিটিউট এর পক্ষ থেকে সকল শহীদদের আত্নার স্মরণে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্মদ্ধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচির দ্বিতীয় ধাপে অত্র প্রতিষ্ঠানের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান হোমিওপ্যাথিক ডাঃ বিশ্বাস রাজীব কিশোর।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ডাঃ প্রফুল্ল কুমার মজুমদার, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ভেটেরিনারি বিভাগের শিক্ষক ডাঃ অনন্য রায় অন্তু, ডাঃ মোঃ রবিউল ইসলাম (জুয়েল), পরিচালক (উন্নয়ন) মোঃ মাসুম বিল্লাহ, রিন্টু দাস, উইলিয়াম মন্ডল, সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচকবৃন্দ তাদের আলোচনায় বলেন, ২৬ শে মার্চ ছিল মহান মুক্তিযুদ্ধের প্রথম পদক্ষেপ। ২৬ শে মার্চ শুধু এক দিনের উদযাপন নয়, এটি আমাদের স্বাধীন অস্তিত্বের প্রতীক। প্রতি বছর এই দিনটি আমাদের জাতীয় চেতনাকে উদ্দীপিত করে। এটি শুধু আনুষ্ঠানিকতা নয় বরং দেশপ্রেম ও উন্নয়নের শপথ নেওয়ার দিন। আলোচকবৃন্দ তাদের বক্তব্যে ২৬ শে মার্চ এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের ইনস্ট্রাক্টর মোঃ জাহিদুর রহমান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭