ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলাধীন ২০নং চর রমনী মোহন এর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মহিলা মেম্বার ও বর্তমানে প্যানেল চেয়ারম্যান নয়নের নেতৃত্বে তথ্য সংগ্রহকালীন সময়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২.৩০ মিনিট এর সময় ২০নং চর রমনী মোহনের ইউনিয়ন পরিষদের তথ্য অফিসের সামনে কার্ডধারী জেলেদের চাল বিতরণ কালে এ ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার অত্র এলাকা থেকে মুঠো ফোনে জানা যায়, ২০ নং চর রমনী মোহনে প্রতিটি জেলেদের কার্ড এর বিনিময়ে দুই হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এর সূত্র ধরে বুধবার সাংবাদিকেরা ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে দেখতে পায় কার্ডধারী জেলেদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এ সময় সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালনের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নয়ন ও উপস্থিত লোকজনের সাক্ষাৎকার নিয়ে চলে আসার সময় চাল নেওয়া কয়েকজন ভুক্তভোগী জেলে অভিযোগ তুলেন চাল কম দেওয়া হচ্ছে । পরে সত্যতা জানার জন্য চেষ্টা করলে তারা ডিজিটাল মেশিন দিয়ে মেপে দেখায়। মাপে প্রতি বস্তায় ১০/১২ কেজি করে চাল কম পাওয়া যায়। অর্থাৎ পঞ্চাশ কেজি বস্তায় ৪০, ৪৫, ৪৮ ও ৩০ কেজি বস্তায় ২৪, ২৫, ২৬ কেজি করে পাওয়া যায়।
বিষয় প্যানেল চেয়ারম্যান নয়নের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওরা বহিরাগত দালাল ওদের কথা বিশ্বাস করবেন না। তাদের কাছে জেলে কার্ড আছে তারা বহিরাগত হবে কেন বা দালাল হবে কেন? এমন প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে সাংবাদিকদের উপর চড়াও হয়ে হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে যায় এবং তাদের লোকজন লাগিয়ে সাংবাদিকের আটক করে মারধর করে। সাংবাদিকদের চাপ সৃষ্টি করে মোবাইলের লক খুলে মোবাইল সকল তথ্য ডিলেট করে দেয়। এ সময় ডেইলী প্রেজেন্ট টাইমস ও দৈনিক কালের ছবি জেলা প্রতিনিধি, রাকিব হোসেন সোহেল ও দৈনিক ভোরের খবরের জেলা প্রতিনিধি ফরহাদ হোসাইন গুরুত্বর আহত হয়।
অবশেষে, পুলিশ ও লক্ষ্মীপুর সদর ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) কে ফোন দিলে এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। তারপর লক্ষ্মীপুর সদর হাসপাতালে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি আমি শুনেছি। সাংবাদিকগণ আমাদের লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।