ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম বারের মতো মাসব্যাপী শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করেছে রাবি প্রশাসন | শনিবার (১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দিন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন কেন্দ্রীয় মসজিদে মুসল্লি ও ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যও মাসব্যাপী ইফতার আয়োজনের উদ্যোগ নিয়েছে।ফেসবুক পোস্টে উপ-উপাচার্য বলেন, 'আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদের মুসল্লিদের জন্য ইফতার আয়োজনে ছাত্রীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে।'পোস্টে তিনি ইফতারের নির্দিষ্ট স্থান উল্লেখ করে লেখেন, ছাত্রীদের জন্য কেন্দ্রীয় মসজিদের পূর্ব ও পশ্চিম গেটের মধ্যবর্তী খালি জায়গায় প্যান্ডেল স্থাপন করা হবে। ছাত্রীরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ ও প্রস্থান করবে। অন্যদিকে, ছাত্ররা অজু সেরে মসজিদে এসে ইফতার করবে এবং মাগরিবের নামাজ জামায়াতে আদায় করে প্যান্ডেল ত্যাগ করবে সরজমিনে গিয়ে দেখা যায়, আজ রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ ৪,০০০ জনের ইফতার আয়োজনের প্রস্তুতি চলছে। সেখানে ছাত্রীদের জন্য সম্পূর্ণ আলাদা ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ইফতার করতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭