

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আবদুল লতিফ হলের ছাত্রদল সভাপতির কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে তথ্যটি গুজব বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী ।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, হল থেকে অস্ত্র উদ্ধারের খবরটি বিভিন্ন জায়গা থেকে শুনেছি। এই ঘটনার ক্রস চেক করেছি, কিন্তু এর কোনো সত্যতা নেই। এটা সম্পূর্ণ গুজব।এ বিষয়ে রাবির ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী দৈনিক ভোরের খরব কে বলেন, লতিফ হলের অস্ত্র উদ্ধারের ভিডিও ফেসবুকে দেখেছি। এটা বিশ্ববিদ্যালয়ের কোনো ঘটনা নয়। ছাত্রদলের সুনাম সম্পূর্ণ ক্ষুণ্ণ করার জন্য একটি মহল গুজবটি ছড়িয়ে দিয়েছে। আমরা এ বিষয় নিয়ে ছাত্রদল কমিটির অন্যান্য সদস্য নিয়ে আলোচনা করছি।এছাড়াও ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের বলেন,ভিডিওটি আমরা দেখেছি।২৪ এর পরাজিত শক্তি এসব গুজব ছড়িয়ে ছাত্রদলের সুনাম ক্ষুণ্ণ করতে চায়।উল্লেখ্য, শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্র উদ্ধারের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ছাত্রদলের সভাপতির রুম থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এগুলো দিয়েই সমগ্র বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭