ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা এম এ তাহেরের নেতৃত্বে আবাসিক হলের ছাত্রী ও নিরাপত্তা প্রহরীদের মাঝে সেহেরি বিতরণ করেছে।আজ শুক্রবার (৭ মার্চ) সেহেরির সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিভিন্ন আবাসিক হলে ১০০এর বেশি নারী শিক্ষার্থীদের মাঝে সেহরি উপহার বিতরণ করা হয়।সেহেরি বিতরণের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেনএসময় সেহেরি বিতরণ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রদল নেতা এম এ তাহের দৈনিক ভোরের খরব কে জানান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মেয়েদের হলের ১০০+ নারী শিক্ষার্থীকে সেহরি উপহার এবং ছেলেদের সকল হলের গার্ডদের মাঝে সেহরি উপহার বিতরণ করা হয়েছে।তিনি আরো বলেন,সামনে ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে সামনে রেখে রাবি ছাত্রদল নতুন বাংলাদেশ বিনির্মানে নারীদের অংশগ্রহণ বাড়াতে মেয়েদের হলকেন্দ্রিক কার্যক্রম বাড়ানোর ব্যাপারে ভাবছে, নারীদের অধিকার রক্ষা এবং গঠণমূলক কার্যক্রমে নারীদের অংশগ্রহণের প্রতি আগ্রহী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করে যাচ্ছে। আজ রহমতুন্নেছা হলের নারী শিক্ষার্থীদেরকে সেহরি উপহার দেয়ার চেষ্টা করেছি।অন্যদিকে, হলগুলোতে রাত জেগে সকলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যায় নিরাপত্তা প্রহরীরা, আমরা ছেলেদের সবগুলো হলের নিরাপত্তা প্রহরীদেরকেও সেহরি উপহার দিয়েছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছি।