ধর্ষণ প্রতিরোধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করে নারীসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মিছিল হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন । অন্যদিকে রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে পরে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও যোগ দেন।
রাত পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় অবস্থান করেন। রাজু ভাস্কর্য এলাকা শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে। এসময় তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা যোগ দেন।
শিক্ষার্থীদের একজন বলেন, বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে তা অবিলম্বে আমরা বিলোপ চাই। আমরা চাই না কোনো অপরাধী বাইরে ঘুরে বেড়াক। তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অতিদ্রুত কার্যকর করা হোক।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা আর এভাবে চলতে দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।
এদিকে, সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরুতে জোহা চত্বরে একত্রিত হন। তারপর বিক্ষোভ মিছিল নিয়ে পশ্চিমপাড়ায় ছাত্রী হলের সামনে দিয়ে ঘুরে পুনরায় জোহা চত্বরে মিলিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা ।