ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের সভাপতি


মার্চ ২৪, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:    রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে করা হয় সভাপতি। ছাত্রদলের কলেজ শাখার সভাপতি হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম নুর ইসলাম ।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের ছাত্রলীগের স্বাস্থ্য সেল কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন। নুর ইসলাম ছাত্রলীগের পদে থাকার প্রমাণ পত্রও প্রতিবেদকের হাতে এসেছে। এবং তার আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। যা নিয়ে রাবি মেডিকেল কলেজ রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনার ঝড়!

এ বিষয়ে জানার জন্য রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন কমিটির সভাপতি (সাবেক ছাত্রলীগ নেতা) নুর ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

গত ২৩ শে মার্চ ২০২৫ইং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের স্বাক্ষরে রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের নব-গঠিত কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্যের এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার ও নির্দেশ দেওয়া হয়।

কিন্তু আওয়ামিলীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকে সভাপতি দিয়ে কমিটি প্রদান করে আওয়ামিলীগকে পুনর্বাসন করা হচ্ছে কিনা এমন প্রশ্ন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রাকিবের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

এদিকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত নুর ইসলাম কে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি করে কমিটি দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীদের মাঝে। আশঙ্কা করা হচ্ছে শীঘ্রই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে রাজশাহী মেডিক্যাল কলেজে মুখ থুবড়ে পড়তে পারে জাতীয়তাবাদী সংগঠনের এই ছাত্র রাজনীতি ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।