ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে ১৫ এলাকায় ঈদ উদযাপন


মার্চ ৩০, ২০২৫ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   সৌদি আরবের সাথে মিল রেখে মুন্সীগঞ্জের দুই উপজেলার অন্তত ১৫টি গ্রামে আজ রবিবার ( ৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। রোববার সকাল ৮ টা হতে সাড়ে ৯ টা পর্যন্ত ওই এলাকাগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের শিলই ইউনিয়নের উত্তরকান্দি মাঝিবাড়ি ঈদগাহে জাহাগিরিয়া মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এতে স্থানীয় শতাধিক ব্যক্তি অংশ নেন।

জাহাগীর তরিকার অনুসারীদের মতে, পৃথিবীর যে কোন স্থানে নব চন্দ্র দেখা দিলে সেই অনুযায়ী ঈদ পালন করা উচিৎ। তাই সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেন তারা।

এ ব্যাপারে শিলই ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ড ইউপি সদস্য দিল মোহাম্মদ বেপারী বলেন, আমারদের ইউনিয়নের জাহাঙ্গিরিয়া তরিকার লোকজন অনেক স্থানে আজ ঈদের জামাত পরেছে। তারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।