মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে বহুল আলোচিত জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত সরকার (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বশির (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকচর এলাকার মেঘনা নদী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে চর আব্দুল্লাহ নৌ পুলিশ। গ্রেফতারকৃত আসামি বশির বকচর এলাকার মুলকচান ফকিরের ছেলে। গত বছরের ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৬ নং আসামী সে। যার মামলা নং-১৩, তারিখ ১০/১১/২০২৫ইং। এ বিষয়টি নিশ্চিত করেন চর আব্দুল্লাহ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান। এর আগে গত ১লা নভেম্বর শুক্রবার রাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা-বকচর সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার ট্রলার ও স্পীড বোটের সংঘর্ষে যুবদল নেতা শান্ত আহমেদের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। তবে পুলিশের ধারণা মেঘনা নদীতে দ্রুত গতির ¯িপডবোট-ট্রলারের সংঘর্ষে মৃত্যু হয়েছে নিহত যুবদল নেতার। এ সময় আহত হয় শামীম হোসেন, শাহাদাৎ হোসেন, মিন্টু, কিবরিয়া মিজি। গত ১০ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় ট্রলারে থাকা হোসেনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন ওই ঘটনায় আহত শাহাদাৎ হোসেনের চাচাতো ভাই শামীম।
এ বিষয়ে কিবরিয়া মিজির সাথে যোগাযোগ করা হলে তিনি সেল ফোনে বলেন, আমি ষড়যত্রের শিকার। শাত্ন হত্যার ঘটনায় আমাকে মিথ্যা মামলায় আসমী করে বাড়ি ঘর ছাড়া করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠু তদন্ত চাই। এবং শান্ত হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার চাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭