আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের মরহুম শাহজালাল শিকদার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শত পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে হিসাবে শাড়ী লুঙ্গি থ্রী পিছ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ৯ টায় মরহুম শাহজালা শিকদারের ছেলে তারিক আল হাসান লিউ শিকদারে বাড়ী হতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম শাহজাল শিকদারে ছেলে তারিক আল হাসান শিকদার লিও, মোঃ হাসান রেজা শিকদার, হাসান মাসুম শিকদার,বেতকা ইউনিয় বিএপির সাবেক সভাপতি মোঃ ইউসুফ আলী শিকদার,বীর মুক্তি যুদ্ধা আলাউদ্দিন বেপারী,বেতকা বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা রাকিবুল হাসান,বেতকা চৌরাস্তা জামে মসজিদের ঈমাম মুফতি মাওলানা মোঃ কাউছার আহাম্মেদ, তারিক আল হাসান লিউ শিকদারের সুযোগ্য কন্যা ডাক্তার তাজরিন সুলতানা প্রিয়াংকা প্রমুখ। এ সময় লিউ শিকদার বলেন মরহুম শাহজালাল শিকদার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের নেয় এবারও আমরা বেতকা ইউনয়নের ৭ শত হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ঈদবস্ত্র বিতরণ করেছি। সবাই যেনো নতুন জামা কাপর পরে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি সেই লক্ষেই এই ঈদ বস্ত্র বিতরণ করে থাকি। এ সময় তিনি আরো বলেন, আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আগামীতে আমরা আরো বেশি মানুষ কে ঈদ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।