বাবু হাওলাদার টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বেতকা ক্লাবের পক্ষ থেকে বেতকা ইউনিয়ন ও আশেপাশের ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০মার্চ) সকাল ১০ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই ঈদ সামগ্রী পৌছে দেয় বেতকা ক্লাবের সদস্যরা। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি পোলাও চাল, ১ কেজি আলু ও একটি কর্ক মোরগ৷
বেতকা ক্লাবের সভাপতি হাজী মো: কামাল হোসেন মোল্লা বলেন, আমরা ২০১৪ সাল থেকে প্রতি বছর বেতকা ইউনিয়ন ও আব্দুল্লাহপুর ইউনিয়নের কিছু অংশে বিভিন্ন সময় ইফতার সামগ্রী ,ঈদ সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখায় সহযোগিতা সহ বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছি। আগামীতেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭