ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

বেড়া পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল


মার্চ ২৬, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 মানিক হাসান:   মহান স্বাধীনতা দিবস পালিত হয়ছে। এ উপলক্ষে দিন ব্যাপি নানা কমসূচী পালন করা হয় ।২৬ মার্চ (বুধবার) সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেড়া পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ইফতার মাহফিল ও বিরাট সমাবেশ অনুষ্ঠিত হয়। বেড়া পৌরসভার সাবেক মেয়র বেড়া বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে আলোচনা ও ইফতার মাহফিলে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের কেন্দ্রীয় কমিটি, সাবেক সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউনুস আলী, বেড়া পৌর বিএনপির সাধারন সম্পাদক, মোঃ সালাউদ্দিন ইকবাল এর সঞ্চালনায়, বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আনিছুর রহমান, সাবেক সাধারন সম্পাদক মোঃ রইজ উদ্দিন আহমদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদ, তাতীঁদল, জাসাস, এর নেতৃবৃন্দ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলের আলোচনা শেষে দেশবাসীর জন্য সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বেড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা এবং গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার পার্টিকে কেন্দ্র করে বেড়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয় ও উজ্জীবিত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।