বেড়া (পাবনা) প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপদ্য নিয়ে বেড়ায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শোভাযাত্র ও আলোচনা সভা অনষ্ঠিত হয়।
শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বেড়া পৌরসভার উদ্দ্যোগে নগরপরিকল্পনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইড়ি সহযোগীতায় আলোচনা সভা অনষ্ঠিত হয়। পরে উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সন্মান করতে শিখতে হবে। তাদেও ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। নারীর হাতে টাকা থাকলে তার সন্মান ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বাড়ে। পুরুষের পাশাপাশি প্রত্যেক ক্ষেত্রে নারীর ভ’মিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে।
আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলাম প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন এর্ব দুঃস্থ অসহায় মহিলাদের মা্েয ঈদ সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তওহিদু জ্জামান, আরডিও মোঃ আব্দুল ওহাব, আইসিটি কর্মকর্তা অপূর্ব কুমার সাহা, তথ্য সেবা কর্মকর্তা প্রিয়ঙ্কা চক্রবর্তী, বেড়া প্রেস ক্লাবের আহবায়ক, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা মোঃ শফিউল আযম, দৈনিক ইনকিলাব সংবাদদাতা মোঃ মানিক হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বেড়া পৌর সচিব মোঃ রাশেদুল ইসলাম।