ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাবি ছাত্রদল নেতার উদ্যোগে ইফতার বিতরণ


মার্চ ১৫, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ফজলে হাসান, রাবি প্রতিনিধি :   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহেরের উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে। শুক্রবার (১৪ মার্চ) রাবির বিভিন্ন হলে জন্য ইফতার বিতরণের আয়োজন করে।

ইফতার বিতরণের সময় রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহেরসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ছাত্রদলের যগ্ম আহ্বায়ক এম এ তাহের দৈনিক ভোরের খবর কে বলেন, দেশনেত্রী বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় এবং সুস্থতার জন্য দোয়া চেয়ে আজকে কয়েকটি হলে ইফতার উপহার দেওয়া হচ্ছে রাবি ছাত্রদলের পক্ষ থেকে।

এময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,শিক্ষার্থী ভাইবোন কাছে আমরা এই বার্তা দিতে চাচ্ছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করবেন এবং গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে থাকবেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।