ভোরের খবর ডেস্ক: লন্ডনের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (২১ মার্চ) সারা দিন বিমানবন্দরটি বন্ধ থাকবে। খবর দ্য গার্ডিয়ানের।জানা গেছে, বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহকারী একটি সাবস্টেশনে আগুন লাগে। ফলে বিমানবন্দরটিতে উল্লেখযোগ্য বিদ্যুৎবিভ্রাট ঘটে। এ পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়াও বিদ্যুতের সঙ্গে সম্পর্কিত বিমানবন্দরের অনেক কার্যক্রম বন্ধ হয়ে যায়। শুধু তাই নয় বিমানবন্দরের আশপাশে হাজার হাজার বাড়িও বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
ফ্লাইট রাডার টুয়োন্টিফোর অনুসারে, গ্লোবাল ট্রাভেল হাবের কয়েক ঘণ্টা আগে এই বন্ধের ঘটনা ঘটে। যার ফলে ইতিমধ্যেই আকাশে থাকা কমপক্ষে ১২০টি ফ্লাইটকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। আর উড্ডয়নের অপেক্ষায় থাকা বিমানগুলো ছাউনিতে ফেরত নেওয়া হয়েছে।ব্রিটিশ এয়ারওয়েজ এবং ভার্জিন আটলান্টিক তাদের ফ্লাইটগুলো নিকটবর্তী গ্যাটউইকে স্থানান্তরিত করেছে। কোয়ান্টাস এয়ারওয়েজ তাদের পার্থ-লন্ডন ফ্লাইটটি প্যারিসে স্থানান্তরিত করেছে এবং ইউনাইটেড এয়ারলাইন্সের নিউইয়র্ক ফ্লাইটটি আয়ারল্যান্ডের শ্যাননে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু ফ্লাইট ব্রিটেনের আকাশে প্রবেশের আগেই তারা যাত্রাস্থলে ফিরে যাচ্ছে।হিথ্রো বিশ্বের ব্যস্ততম দুই রানওয়ে বিমানবন্দরগুলোর মধ্যে একটি। যেখানে প্রতিদিন প্রায় ১,৩০০টি বিমান উড্ডয়ন এবং অবতরণ হয়। তাদের ওয়েবসাইট এ তথ্য দিচ্ছে। ফ্লাইট রাডার টুয়োন্টিফোরের মুখপাত্র ইয়ান পেটচেনিক বলেন, হিথ্রো বিশ্বের অন্যতম প্রধান উড্ডয়ন কেন্দ্র। এটি বন্ধ থাকা মানে বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলোর কার্যক্রম ব্যাহত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭