ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫

বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানা ওসিকে হেনস্থাকারী সুমন ও সাবেক সংসদ সদস্য সহ গ্রেফতার-৩


মার্চ ৬, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব  প্রতিনিধি:   ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে ও সাভার সার্কেলের সার্বিক পরিচালনায় আশুলিয়া থানার পুলিশের অভিযানে বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানা ওসিকে হেনস্থাকারী সুমন সহ ৩জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। তার মধ্যে ঢাকা-২০ আসনের সাবেক আওয়ামীলীগের সাংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম এ মালেক (৬৯), পিতা-মৃত আব্দুল গফুর, সাং-নরসিংহপুর, চারিপাড়া, কুশুরা, থানা-ধামরাই, জেলা-ঢাকা, শীর্ষস্থানীয় চাঁদাবাজ ও অস্ত্রধারী যুবলীগ নেতা মোঃ ইয়াছিন মীর (৩৫), পিতা-মৃত শহীদ মীর, সাং-মধ্য গাজীরচট ঊষা পোল্টির মোড়, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ও বিএনপির পার্টি অফিসের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানা ওসিকে হেনস্থাকারী এবং ষড়যন্ত্রকারী মো সুমন মিয়া (৩৮), পিতা মৃত আব্দুর রব, মাতা- মঞ্জুমা বেগম, সাং চান্দাইল (পূর্ব ইউনিয়ন ১ নং ওয়ার্ড), থানা-শাহরাস্তি, জেলা- চাঁদপুর এ/পি সাং- আশুলিয়া বাসাইদ(বেচুর বাডির ভাড়াটিয়া) থানা আশুলিয়া, জেলা ঢাকা কে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা এলাকা, ঢাকা ও চাঁদপুর এলাকায় অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধনি রয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।