ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকা সহ ৯ জুয়ারি আটক


মার্চ ১৩, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাস (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নয় জুয়ারিকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। এসময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার দুইশত টাকা উদ্ধার করা হয়।বুধবার (১২ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম দিকনির্দেশনায় ও এসআই মাসুদুল হাসান ও এসআই সৌরভের নেতৃত্বে একদল পুলিশ মিরপুর এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৯ জুয়ারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, উপজেলার তিতারকোনা গ্রামের আব্দুল মালেকের ছেলে তোফায়েল আহমেদ (২২), আব্দুল মতিনের ছেলে তোফাজ্জল হোসেন (২৭), সুন্দর আলীর ছেলে সাজিদ মিয়া (২৫), রফিক উল্ল্যার ছেলে সুজন মিয়া (৩৪), আরব আলীর ছেলে নজরুল ইসলাম (২০), আবুল হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৫), আমান উল্ল্যার ছেলে মিজানুর রহমান (৩০) আব্দুল্লাহপুর গ্রামের আম্বর আলীর ছেলে বিল্লাল মিয়া (২৭) ও চন্দ্রছুড়ি গ্রামের কুদরত আলীর ছেলে হান্নান মিয়া (৩২)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। আসামিদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।