ঢাকারবিবার , ৯ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

বগুড়া নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মার্চ ৯, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলা প্রতিনিধি:   বগুড়া নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী ও বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৯ – ই মার্চ ২০২৫ বগুড়ার সদর উপজেলার সাবগ্রামে অবস্থিত নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও ২০২৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব রমজান আলী আকন্দ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব সাজেদুল ইসলাম ও সাবগ্রাম ইউপি চেয়ারম্যান জনাব ফরিদ উদ্দিন সরকার। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নলেজ হারবার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর সহকারী পরিচালক জনাব লায়লা আরজুমান্দ বানু। এছাড়া উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মুঞ্জুরুল হক সরকার ছাড়াও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হবার প্রতি গুরুত্বারোপ করেন। সেই সাথে অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।