স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: ইজরাইল আমেরিকার গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ মার্চ) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইসরাইল আমেরিকার গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিরাট এক মিছিল বের হয়। মিছিলটি নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন বাজার প্রদীক্ষন করে গাজিরটেক পয়েন্ট এসে বিক্ষোভ সমাবেশে এসে মিলিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাদ্দিস ফজলুর রহমান সভাপতিত্বে ও মুফতি ফরহাদুল ইসলাম পরিচালনায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন, সফিকুর রহমান সমন্নয়ক,মুফতি আবু ইউসুফ,মুফতি ফরহাদুল ইসলাম,হাবিবুর রহমান, প্রমুখ।
বিশ্বের সকল মুসলিম রাষ্ট্র এক হয়ে ফিলিস্তিনিদের গণহত্যার বিরুদ্ধে ঐক্য জোট হয়ে প্রতিবাদ করতে হবে। ইসরাইল আমেরিকা গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার যে অপকর্ম চালিয়েছে তা রুখে দিতে হবে। আরো বলেন ইজরাইল আমেরিকার যে সমস্ত পণ্য ইসলামী রাষ্ট্রগুলোতে আছে তা বয়কট করতে হবে। ফিলিস্তিনিরা স্বাধীন না হওয়া পর্যন্ত সকল মুসলিম রাষ্ট্রগুলোকে এক হয়ে থাকার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনিদের জন্য ইসরাইলি আগ্রসন থেকে মুক্তি পাওয়ার জন্য এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাবেশের সমাপ্ত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭