ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

ফরম পূরণে অতিরিক্ত ফি, শিক্ষার্থীদের পকেট কাটছে রাজশাহী কলেজ প্রশাসন


মার্চ ৪, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের ফি অন্যান্য সরকারি কলেজের তুলনায় কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীদের জন্য এই অস্বাভাবিক ফি পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ফরম পূরণ চলবে। পরে প্রকাশিত আরেকটি বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক ফি নির্ধারণ করা হয়, যেখানে দেখা যায়, রাজশাহী কলেজে বেশিরভাগ বিষয়ে ফি ৭,৫৯১ থেকে ৯,১৭১ টাকার মধ্যে রাখা হয়েছে।

অন্যদিকে, রংপুরের কারমাইকেল কলেজে একই কার্যক্রমের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪,২৭৫ থেকে ৪,৭৫০ টাকা। এছাড়া, রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও একই ফরম পূরণ কার্যক্রমে ১,৮০০ থেকে ২,০০০ টাকা কম নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, এই অস্বাভাবিক ফি কমিয়ে একটি যৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণ করতে হবে। অন্যথায় তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হবেন।

ফরম পূরণের অতিরিক্ত ফি প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী বলেন, “বিগত বছরের তুলনায় এবার ফি কমই নেওয়া হচ্ছে। অন্যান্য কলেজের সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই, আমাদের নিজস্ব ফি-র হিসাব অনুযায়ী তুলনা করতে হবে।”

কোন কোন খাতে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি কিছুটা বিরক্তি প্রকাশ করে বলেন, “আপনার কাছে কি কোনো প্রমাণ আছে?” এরপর তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে পরে জানাবেন। তবে, এরপর আর তিনি কোনো যোগাযোগ করেননি।

এ বিষয়ে রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল মাজেদ এক ফেসবুক গ্রুপে পোস্ট করে জানান, “রাজশাহী কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের জন্য যে অস্বাভাবিক ফি নির্ধারণ করা হয়েছে, তা পরিশোধ করা অধিকাংশ শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অনেকের পক্ষেই এই ফি দেওয়া সম্ভব নয়। তাই আমাদের উচিত শিক্ষার্থীবান্ধব ফি নির্ধারণের দাবি জানানো। এজন্য আমাদের মাননীয় অধ্যক্ষের বরাবর একটি দরখাস্ত প্রদান করা প্রয়োজন, যেখানে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের স্বাক্ষর থাকবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।