ভোরের খবর ডেস্ক: ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ডলার বা ৩৫ হাজার ৭৯৪ কোটি টাকা প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ দুই দিনে এসেছে ১৯ কোটি ৭০ লাখ ডলারের আয়। প্রথমবারের মতো ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রবাসী আয় আসছে, তবে তার হিসাব এখনও পাওয়া যায়নি। মাস শেষ হতে আরও চার দিন বাকি। চলতি মাসে নতুন রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে, এমনটি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে।
এখন পর্যন্ত মার্চ মাসে গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলার প্রতি দিন এসেছে। ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে ২৫২ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। প্রবাসীরা এখন বৈধ পথে বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা মূলত অর্থ পাচারের পরিমাণ কমে আসার কারণে। এর ফলস্বরূপ, রমজান মাসে প্রবাসী আয়ের প্রবাহ নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, মার্চ মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় ছিল ১৬৬ কোটি ডলার। ১৯ মার্চে এই পরিমাণ বেড়ে ২২৫ কোটি ডলারে পৌঁছেছে। ১ থেকে ২২ মার্চের মধ্যে এই আয় দাঁড়ায় ২৪৩ কোটি ডলার, যা ২৪ মার্চে বেড়ে ২৭০ কোটি ডলারে উন্নীত হয়। পরবর্তীতে ২৬ দিনে এই আয় বেড়ে ২৯৪ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে।প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোতে ডলারের সংকট অনেকটা কাটিয়ে উঠেছে এবং ডলারের দাম ১২৩ টাকার মধ্যেই রয়েছে। এর ফলে পণ্য আমদানির দামও স্থিতিশীল রয়েছে এবং খাদ্যপণ্যের দাম অনেকটা বাড়েনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭