রুবেল শেখ (পাবনা) জেলা প্রতিনিধি: আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান জননেতা অ্যাডঃ শামসুর রহমান শিমুল বিশ্বাসের ব্যাবস্থাপনায় ও দাতা সংস্থার সহোযোগিতায়, দরিদ্র, অসহায়,দুস্থ ১’হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
আজ ২৯’মার্চ ২৫ইং পাবনা কুঠিপাড়া কলেজিয়েট স্কুল মাঠ প্রাঙ্গণে ঈদ উপহার বিতরণ-২০২৫ইং”অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এবি ট্রাস্টের চেয়ারম্যান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতুজা আলী খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি লুৎফুর রহমান। পাবনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা। পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।
এছাড়াও এবি ট্রাস্টের তত্ত্বাবধানে,পাবনা জেলায় ৬০টি মসজিদ,১টি এতিমখানা,১টি মাদ্রাসা, ১টি পলিটেকনিক ইনস্টিটিউট, স্কুল কলেজ সহ প্রায় ৩ হাজার দরিদ্র শিক্ষার্থী বিনামূল্যে পড়াশোনা করছে আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সময় পাবনায় গরীব ও অসহায় মানুষের মাঝে,রিক্সা, অটো,খাদ্য সামগ্রী,সেলাইমেশিন,গাভি,ছাগল ইত্যাদি বিতরণ করে আসছে।