স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে জি আর মামলার পলাতক আসামি রুনু মিয়া(৪০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলো- নবীগঞ্জ পৌরসভার শিবপাশা গ্রামের সোনাফর মিয়ার ছেলে রুনু মিয়া(৪০)।
শনিবার (২৯মার্চ) ভোরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও
এএসআই হিল্লোল তালুকদার নেতৃত্বে
এএসআই ছানোয়ার হোসেন,এএসআই সাহিদুল,এ এস আই জসিম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির সিআর মামলায় আদালত কর্তৃক ৬ মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত এবং তিন লাখ পঁচাশি হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত। দীর্ঘদিন যাবত সে আত্মগোপনে ছিল এবং টাকা না দেওয়ার কারণে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম। সি আর মামলায় সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে হবিগঞ্জ বিজ্ঞ আদালত প্রেরণ করা হয়েছে৷