স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে আউশকান্দ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি ইকবাল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করেছে।সে উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র।গত বুধবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি মো: কামাল হোসেন পিপিএম এর দিকনির্দেশনায় ও এসআই সুমন মিয়া নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান, এএসআইনরুহুল আমিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ ভিত্তিতে আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামে ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে ইকবাল হোসেন (৪৫) কে গ্রেপ্তার করতে সক্ষম হন।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম। তিনি জানান,গত ১৯ ফেব্রুয়ারী নবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭