স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে মোজাম্মেল হোসেন (২৩) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামের আব্দুল জলিলের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাতে মোজাম্মল বাড়ির পাশে একটি পুকুর পাড়ে গাছের সাথে গলায় রশি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে সে আত্মাহত্যা করেছে কারণ জানা যায়নি।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: কামাল হোসেন পিপিএম।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।