শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি।। ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে (১১ মার্চ) ধামরাই উপজেলার সুয়াপুর ও কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি সাফফাত আরা সাঈদ।
ধামরাই উপজেলা প্রশাসন জানায়, সারা দেশে সব অবৈধ ইট ভাটা গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযানে জয় বাংলা ব্রিকস ও এসআরএম ব্রিকসের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনীক বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ধামরাই উপজেলার সকল অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭