ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

ধামরাইয়ে আবাসন প্রকল্পের পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার


মার্চ ১২, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি:    ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত জমি থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১২মার্চ) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকায় একটি আবাসন প্রকল্পের ভেতরের পরিত্যক্ত জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।তবে প্রাথমিকভাবে মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুপুরের দিকে ওই আবাসন প্রকল্পের ভেতরে পরিত্যক্ত একটি জমিতে মরদেহটি ছিল। তার পরনে জামা ও প্যান্ট ছিল। তবে মুখ ফুলে বীভৎস হয়ে যাওয়ায় চেহারা বোঝা যায়নি।পুলিশের ধারণা অন্তত ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।