মাহফুজুল হক: পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী অসাধারণ এক মানবিক কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ব্যতিক্রম এক নির্দেশনায় রোজার শুরুতে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ইফতার কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি ঘোষণা করা হয়- যে সকল শিশু-কিশোর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন তাদের প্রত্যেকেরই উপহার দেয়া হয় বাইসাইকেল এবং অসচ্ছল পরিবারের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার।
এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর পল্লবীতে রূপনগর-পল্লবী এলাকার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের উপস্থিতিতে ৩২ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী । অপরদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর কদমতলী থানাধীন ৫২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনতার মাঝে ঈদ সামগ্রী উপহার তুলে দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।