মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের দক্ষিণ রায়পুর মৌজার সরকারি খাস জমি ও খেলার মাঠ ভূমি দস্যু হতে পুনরুদ্ধার ও তৃনমূল কৃষকের মাঝে বন্টনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। রবিবার (১৬ মার্চ) বিকেল ৪ঃ৩০ মিনিটে বেতকা দক্ষিন রায়পুর ইছামতী নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনকারীরা জানান, আওয়ামী কৃষক লীগ নেতা স্বপন খান দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে জোড় পূর্বক বেতকা রায়পুরের প্রায় ২০ একর খাস জমি ভোগ করে আসছে। এছাড়াও এখানে যে খেলার মাঠ টি ছিলো সেই মাঠে খেলতে গেলে ছেলেদের মারধর ও হুমকি প্রদান করে অভিযুক্ত স্বপন খান৷ এলাকাবাসী আরো জানায়,মাদক ব্যবসা, নারী ব্যবসা সহ নানা অপকর্ম করে এলাকার দুর্নাম করেছে এই স্বপন। স্থানীয় নায়েবের কাছে গিয়েও কোনো প্রতিকার না পেয়ে সর্বশেষ ইউএনও অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসন এই ভূমিখোর স্বপনের থেকে এই জমি উদ্ধার করে স্থানীয় অসহায় কৃষকের মাঝে বন্টন করে দিলে আমরা খুশি হবো এছাড়াও ছেলেদের খেলার মাঠ টি পুনরুদ্ধার করে তাদের খেলাধুলার ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করা হয়।এ বিষয়ে অভিযুক্ত স্বপন খান মুঠোফোনে জানান,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭