বাবু হাওলাদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাসন,
বীর মুক্তিযোদ্ধা, টঙ্গীবাড়ী প্রেসক্লাব, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ। এরপর উপজেলা অডিটোরিয়াম কক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো: ওয়াজেদ ওয়াসিফ, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কাজী, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মুজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মোঃ রনি শেখ, টঙ্গীবাড়ী উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি, সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হান্নান মল্লিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাজাহান বেপারী, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু, যুবদল নেতা ওয়াসিম মল্লিক, তপন বেপারী সহ আরো অনেকে।