ঢাকামঙ্গলবার , ৪ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে অধিক মূল্যে সয়াবিন তৈল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে রাখায় দোকানিকে জরিমানা


মার্চ ৪, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১ টা হতে বিকেল ৩ টা পর্যন্ত উপজেলার বেতকা বাজার ও চৌরাস্তায় অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

বেতকা বাজারের শুভ ভ্যারাইটিজ স্টোরে, সরকারের দেয়া নির্ধারিত দাম অপেক্ষা অধিক দামে সয়াবিন তেল বিক্রি এবং তাদের গুদামে মনিটরিং করে দেখা গেছে ১৭ টি কার্টুনে বিভিন্ন ব্রান্ডের মোট ২৮৮ লিটার সয়াবিন তেল মজুদ করে রাখায় দোকানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সকল বোতলজাত সয়াবিন তেল এম আর পি মূল্যে উপস্থিত ক্রেতাদের নিকট বিক্রি করার নির্দেশ দেয়া হয়। এছাড়াও মেসার্স সোহানা মেডিকেল কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করায় ফার্মেসিটিকে ৪ হাজার টাকা জরিমানা ও কনকর্ড মেডিকেল হল ফার্মেসিটিকে একই অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বিষয়টি নিশ্চিত করেন।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন ও টঙ্গীবাড়ী থানা পুলিশের একটি দল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।