ভোরের খবর ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত ইফতার মাহফিলে আবারও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) রাজধানীর কচুক্ষেতের দ্য বুফে লাউঞ্জ রেস্তোরাঁয় এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলার সময় জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জাপার যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানে প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা হয়েছে। দ্য বুফে লাউঞ্জ হলে জাতীয় পার্টি চেয়ারম্যান এবং মহাসচিব উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, ‘আজকে ইফতার পার্টিতে আচমকা একদল এসে আমাদের লোকজনের ওপর হামলা করেছে। এতে আমাদের ৭-৮ জন লোক আহত হয়েছেন। তাদের কাউকে কাউকে হয়ত হাসপাতালে ভর্তি করতে হতে পারে। আমার ও আমাদের দলের মহাসচিবের ওপরও হামলা হতে পারত। দলের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।’
জি এম কাদের বলেন, ‘আজকের এই হামলার ঘটনায় কারা জড়িত ছিল তাদের আমরা চিনি না। কিন্তু আগে যারা করেছে আজ তারই পুনরাবৃত্তি হয়েছে। বোঝাই যাচ্ছে সরকার এদের উসকানি দিচ্ছে।’
তিনি অভিযোগ করেন, কচুক্ষেতের রেস্তোরাঁয় হামলার সময় কাফরুল থানায় ফোন করা হলেও ‘সাড়া পাননি’। পরে স্থানীয় সেনাক্যাম্পে ফোন করা হলে দ্রুত সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
জি এম কাদের বলেন, ‘আমাদের অযথাই এখন ফ্যাসিবাদের দোসর বলে অভিহিত করা হচ্ছে। অথচ শুরু থেকেই আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একমত ছিলাম।’
এর আগে গত ৮ মার্চ রাজধানীর পল্লবী থানাসংলগ্ন দুই নম্বর কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ইফতার মাহফিলে হামলা করেন একদল উচ্ছৃঙ্খল যুবক।