গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্ত:জেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (১৯ মার্চ) আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে।গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৮ মার্চ) রাতে থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,পরিদর্শক ইকবাল পাশা, বৈরাগী হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লাইছু ও থানার এসআই তাহসিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার শাখাহার ইউনিয়নের আলী গ্রামের নিজ বাড়ীতে আাত্ম গোপনে থাকা বাবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বাবু ডাকাত একজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে একমাত্র গোবিন্দগঞ্জ থানাতেই দায়ের হওয়া ৭টি ডাকাতি সহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মাদক মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে আজ বুধবার (১৯ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭