গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে নায়েক হতে এএসআই(সঃ) পদে ০৫ জন পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও র্যাংক ব্যাজ পরিয়ে দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা।
আজ পুলিশ সুপার মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে অভিনন্দন জানান এবং পেশা দারিত্বের সাথে কাজ করার আহ্বানসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গাইবান্ধা, শরিফুল আলম , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), গাইবান্ধা, জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) গাইবান্ধাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭