

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বাসা বাড়িতে গোডাউন বানিয়ে অধিক মুনাফা লাভের আশায় দীর্ঘদিন যাবত চিনি মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি ও বাজার সিন্ডিকেট ব্যবসা করে আসছিল বিল্লাল ও ইব্রাহিম নামে দুই ব্যবসায়ী।গোপন সংবাদের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালিয়ে ৩শত বস্তা চিনি জব্দ করে প্রশাসন । জব্দকৃত চিনি ২৪ ঘন্টার মধ্যে ক্রেতাদের মাঝে নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অতিরিক্ত চিনি মজুদ রাখায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ।গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিকনগর গ্রামের ব্যবসায়ী ইব্রাহিম ও ব্যবসায়ী বিল্লাল মিয়ার গোডাউনে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গজারিয়া উপজেলার বিভিন্ন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী চিনি অবৈধভাবে মজুত রেখেছেন। তারা এসব খোলাবাজারে বেশি দামে বিক্রি করে আসছেন। এমন খবর পেয়ে রাতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম এর নির্দেশে বালুয়াকান্দী আতিক নগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোহন মিয়ার ছেলে ইব্রাহিম ও জোহুর আলীর ছেলে বিল্লাল এর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ৩শত বস্তা চিনি পাওয়া যায়।
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: মামুন শরীফ বলেন, চাহিদা অনুযায়ী চিনি সরবরাহ না করায় বাজারে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে তা উচ্চ মুনাফার আশায় ব্যবসায়ীরা এমনটি করেছেন। এমন অসাধু ব্যবসায়ীদের জন্যই বাজারে চিনি ও বোতলজাত তেলের সংকট সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন জরিমানা শেষে ব্যবসায়ীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাজারে চিনি বিক্রির নির্দেশ দেওয়া হয়। এই অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন গজারিয়া থানা পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭