কোটা মিছিল
লেখক: মোঃ বেলাল হোসেন সাঁইখ
যে সময় থাকত হাতে
বই, কলম আর খাতা,
স্কুল কলেজ ভার্সিটি থাকলো
একে বারে ফাঁকা।
নিস্ব হয়ে কোটা মিছিল
সমান সবার অধিকার,
আবু সাঈদের বুকে গুলি
রক্ত মাখা দেহ তার।
অনেক মায়ের কোল খালি
কত জন হারিয়ে স্বামী,
তারপরেও নেই তো ঘৃনা
বৈষম্য হীন স্বাধীন দেশ গড়িয়া,
স্বাধীন বাংলার স্বাধীন কোটা।
সব জাতিরই লক্ষ মেধা
পরিশ্রম ভাগ্যের চাবিকাঠি,
আপন শক্তিতেই জ্বলে উঠি।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।