ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

কমলনগরে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


মার্চ ২২, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফরহাদ হোসাইন (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলাধীন কমলনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২২ মার্চ) বিকাল ৪.০০ ঘটিকা থেকে উপজেলার অগ্রণী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অগ্রণী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এম সফিক উল্যাহ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোতালেব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের অধ্যক্ষবৃন্দ মোঃ হারুনুর রশিদ, মোঃ জসিম উদ্দিন, মোঃ পারভেজ, মোঃ আরেফিন ইস্রাফিল, মোঃ মুরাদুর রহমান, মেহেদী হাসান সোহাগ, মোঃ জহিরুল ইসলাম, মোঃ বেলাল হোসেন, মোঃ ছাদেক, মোঃ লেকমান হোসেন, মোঃ মাইন উদ্দিন, মঈন উদ্দিন, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ও সাংবাদিক ফরহাদ হোসাইন প্রমুখ।

উপস্থিত শিক্ষকগণ বলেন, আমার প্রাইভেট স্কুলের শিক্ষকরা সকল সুবিধা থেকে বঞ্চিত। আমাদের বাংলাদেশ সরকারের কাছে কিছু দাবী দাওয়া আছে আমরা সকল দাবী পুরণের জন্য আন্দোলনসহ সকল চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই সমস্ত কাজ একার দ্বারা সম্ভব নয়। তার জন্য আমাদের মধ্যে সকলে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই ঐক্যের মধ্য দিয়ে আমাদের সকল দাবি সরকারের কাছে উপস্থাপন করতে হবে। দাবীগুলো হচ্ছে- ১. কিন্ডার গার্টেন গুলোকে সহজ শর্তে নিবন্ধন দিতে হবে, ২. সরকারী প্রতিষ্ঠানের ন্যায় কিন্ডার গার্টেন শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ৩. সরকারী প্রতিষ্ঠানের ন্যায় কিন্ডার গার্টেন স্কুল গুলোর সকল সুবিধা দিতে হবে, ৪. কিন্ডার গার্টেন স্কুলের প্রত্যেক শিক্ষকদের মাসে পাঁচ হাজার টাকা করে দিতে হবে, ৫. কিন্ডার গার্টেন স্কুলের প্রাথমিক সমমান ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে হবে।

সর্বশেষে বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অসুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।