ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, নারীসহ আহত ২


মার্চ ১৫, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ  কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন নিহতের মা ও বোন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কালু ওই এলাকার মরহুম শামসুল হুদা চৌধুরীর ছেলে।

জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গংয়ের সঙ্গে একই এলাকার লিটনদের জমিজমার বিরোধ রয়েছে। সে সূত্র ধরে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এর আগে একই দিন ইফতারের কয়েক ঘণ্টা আগে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কালুর চাচাতো ভাই লিটনের স্ত্রী আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ‘জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে স্থানীয় চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।’

এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মোবাইলে ফোনে কল করা হলে বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।