বেড়া (পাবনা) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে কাজীরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল। উপস্থিত ছিলেন বেড়া সার্কেলের অতিরিক্ত পুলশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, স্পিড বোট মালিক সমিতি’র মোঃ রইচ উদ্দিন আহম্মেদ প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাজীরহাট ঘাট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। থানা পুলিশ, সাদা পোশাকে পুলিশ, ডিবি পুলিশসহ একাধিক টিম থাকবে। এছাড়া নৌপুলিশ, হাইওয়ে পুলিশ আমাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। যাত্রীদের নিরাপত্তা স্বার্থে জেলা পুলিশ সর্বদা মাঠে থাকবে।
পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করবে। কাজীরহাট ঘাট এলাকায় ঈদের আগে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে মোবাইল কোর্ট করার জন্য। যাত্রীদের কাছ থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা যেন অতিরিক্ত ভাড়া না নিতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। কাজীরহাট ঘাটে পর্যপ্ত আলোর ব্যবস্থা রাখা হবে।
অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন করা হবে, ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা থাকবে। কাজীরহাট-আরিচা রুটে রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। স্পিডবোটগুলোতে পর্যপ্ত লাইফ জ্যাকেট থাকতে হবে। প্রতি স্পিডবোটে ১২জন যাত্রী ও জনপ্রতি ২২০ টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আমি সবার সহযোগীতা কামনা করছি।
মতবিনিময় সভায় কাজীরহাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ঘাটে কর্মরত বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।