মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা কমিটির উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার ফুড প্লানেট রেষ্টুরেন্টে এই আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এসময় সকলে কাঁধে-কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতাকর্মীরা।
প্রধান অতিথি জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা মো: আফজাল হোসাইনের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সংগঠনটির থানা কমিটির সভাপতি অধ্যক্ষ মো: বশির আহমেদ।
বিশেষ অতিথি জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম ও অর্থনৈতিক বিষয়ক সেক্রেটারি মো: হাসান মাহমুদ মাষ্টার এর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, থানা কমিটির সেক্রেটারি আবুল হোসাইন মীর।
এছাড়া সংগঠনটির অন্যান্য নেতাকর্মী সহ আশুলিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।