ঢাকামঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দিন ধ’র্ষণ, যুবক গ্রেপ্তার


মার্চ ২৫, ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ঢাকার আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম (২৪) নামে এক যুববকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫মার্চ) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার তদন্ত ওসি কামাল হোসেন

এর আগে গতকাল মধ্য রাতে আশুলিয়া থানার পবনারটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদিকুল ইসলাম আশুলিয়া থানার পবনারটেক এলাকার সিরাজুল ইসলাম ছেলে। তিনি শিক্ষার্থী বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও বিবাদী একই স্কুলে পড়াশোনা করতো সেই সুবাধে তাদের পরিচয় হয়
সেখান থেকে ফোন নম্বর আদান প্রদান ও কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে সাদিকুল। পরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গোপনে একান্ত সময়ের ভিডিওধারণ করে প্রেমিকাকে জিম্মি করে অভিযুক্ত। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত করা হয় সাদিকুল ইসলামকে। ভুক্তভোগী নারী সাদিকুলের বাসায় বিয়ের দাবিতে কথা বলতে গেলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং তাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হয়।

আশুলিয়া থানার তদন্ত ওসি মো:কামাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে সাদিকুল ইসলাম এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীকে আজ স্বাস্থ্য পরীক্ষার জন্য সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার সাদিকুল ইসলামকে অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হয়েছে

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।