মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় শ্রমিক নেতা মো.শাহ-আলম ও তার ছেলে হিমেলকে জড়িয়ে ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে হুমকি মূলক লেখার মধ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার রাতে আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরার হাউজিং এলাকায় শ্রমিক নেতার অফিসে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এরআগে রোববার (১০ই মার্চ) সকালে এবিষয়ে একটি জিডি করেন ভুক্তভোগী।
শাহ-আলম জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের আঞ্চলিক কমিটির সভাপতি পদে দীর্ঘদিন ধরে দ্বায়িত্ব পালন করে আসছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহ-আলম বলেন, সাভার-আশুলিয়ায় আমি দীর্ঘদিন ধরে শ্রমিক রাজনীতি করে আসছি। আমার এই কাজের প্রতি ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণী কুচক্রীমহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে আমাকে হেয় প্রতিপন্ন করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এমনকি আমার কলেজ পড়ুযা ছেলের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়াও হুমকি মূলক বিভিন্ন পোষ্টও করছে। পরে আমি কোন উপায় না পেয়ে থানায় একটি জিডি করেছি, জিডি নং-২৬৮। আমাদেরকে নিয়ে ফেসবুকে যা যা লিখেছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অপ-প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা তুহিন চৌধুরী বলেন, আমরা শাহ-আলমকে চিনি। তার বিরুদ্ধে এখন পর্যন্ত খারাপ কিছু পাইনি। সে দীর্ঘদিন ধরে সুনামের সাথে শ্রমিক রাজনীতি করে আসছে। এক শ্রেণী কুচক্রীমহল তাকে হয়রানি করতে বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মো: তুহিন চৌধুরী, আবুল হালিম, মো: আলমগীর হোসেন, মো: হাবিবুর রহমান, মো: আজাদ ও মো: রফিক সহ আরও অনেকে।