মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ট্রাক ভর্তি রড ডাকাতির ঘটনায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুন্ঠিত হওয়া ট্রাক ও রড উদ্ধার করা হয়।
রবিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে, গত ৮ মার্চ ভোর ৫টার দিকে আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চয়ড়া বাঘাবাড়ী এলাকার আব্দুল লতিফের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৫) ও ঢাকার সাভার মডেল থানার হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে মো. নূরে আলম (৪৮)।
পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একদল ডাকাত আরআরএম কোম্পানির ১৪ টন রডবোঝাই একটি ট্রাকের চালককে সিগন্যাল দিয়ে থামান। এসময় অস্ত্রের মুখে চালক ও হেলপারের হাত-পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে দুই ডাকাত ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে আশুলিয়া থানার এসআই মো. আশরাফুল ইসলাম। একই সঙ্গে লুণ্ঠিত রডভর্তি ট্রাকটিও উদ্ধার করা হয়।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, ডাকাতরা ট্রাকের ড্রাইভার ও হেলপারকে মানিকগঞ্জের গুলড়া এলাকায় ফেলে রেখে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণে নেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তারা ট্রাকের জিপিএস ডিভাইস খুলে ফেলে। পরে ১৩ তারিখে কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল বন্দের ঘাট পাবনা ইঞ্জিনিয়ারিং কাঠের গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ ও আশুলিয়ার বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় দুই সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরে সাভারের ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোতালেবসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাতনামা ডাকাত জড়িত। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭