মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় সূর্যকিরণ নামের একটি আর্থ সামাজিক সংগঠনের নিজস্ব উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের ইউসুফ মার্কেট এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ২০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, আলু, পেয়াজ, সাবান, সয়াবিন তেল ও পোলাউর চাল বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মো: জিল্লুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা মন্ডল, কোষাধ্যক্ষ মো: ইমন সরদার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নূরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মো: মোস্তফিজুর রহমান লিটন ও মো: কবির হোসেন মন্ডল সহ আরও অনেকে।
এসময় সংগঠনটির সভাপতি জিল্লুর রহমান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ব্যক্তি উদ্যোগে আমরা প্রতি বছরই এমন আয়োজন করে থাকি। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা গরীব ও অসহায় মানুষদেরকে সহযোগিতা সহ নানা সমাজিক কর্মকান্ড করে থাকি। সমাজের বিত্তবানদের গরীব ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।