মো: শাকিল শেখ (সাভার ও ধামরাই) প্রতিনিধি: শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় সড়ক ও জনপথের জমি ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের ওপর হামলা করেছে দখলদাররা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (২৩ মার্চ) বিকেলে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকার ফুটপাত উচ্ছেদ অভিযানে এ ঘটনা ঘটে। তবে ভাঙচুর করা হয়েছে পুলিশের তিনটি গাড়ি। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ স্থাপনা।
পুলিশ জানায়, আসন্ন ঈদকে ঘিরে সড়কে চলাচল স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
এ অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় উচ্ছেদে গেলে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা দখলদাররা পুলিশের উপর হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ৩টি যানবাহনে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।
এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭