ঢাকাশুক্রবার , ২৮ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ খবর

আরিচা-কাজিরহাট নৌপথে স্পিড বোডে বাড়তি ভাড়ার আদায় ও অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিতে পারাপার করছে নদী


মার্চ ২৮, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

কেএম সবুজ:   মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজীরহাট নৌপথে স্পিডবোটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া স্পিডবোটে ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপার করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। প্রতিবাদ করলে যাত্রীদের সাথে খারাপ আচরণ ও করতে দেখা গেছে আরিচা স্পিড বোড কাউন্টারের লোকদের।

আরিচা ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে গেছে। এই অজুহাতে স্পিডবোটে আরিচা থেকে কাজীরহাট পর্যন্ত প্রতি যাত্রীর ভাড়া ২২০ টাকা ও একটা বোডে ১২ জন যাত্রী নিয়ে নদী পারাপারের কথা হলেও সেখানে ১৮ জন যাত্রী নিয়ে অতিরিক্ত ২৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

শুক্রবার সকাল ৯ টার দিকে সরেজমিনে দেখা গেছে, আরিচা লঞ্চঘাটের পাশে স্পিডবোটের কাউন্টার। সেখানে বসে এক কর্মচারী টিকিটে অতিরিক্ত ভাড়ার সিলমোহল যুক্ত করে টিকিট বিক্রি করছেন।এ সময় অতিরিক্ত টিকিটের মূল্য রাখার জন্য পাবনার এক যাত্রীর সঙ্গে বিতর্ক হয়। পরে বাধ্য হয়ে ওই যাত্রী টিকিট কিনে স্পিডবোটের দিকে যান।

উল্লেখ্য , আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে কাজীরহাট ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোরশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) মোঃ মশিউর রহমান মন্ডল। উপস্থিত ছিলেন বেড়া সার্কেলের অতিরিক্ত পুলশ সুপার মোঃ আবুল কালাম আজাদ, স্পিড বোট মালিক সমিতি’র মোঃ রইচ উদ্দিন আহম্মেদ আরও অনেকেই।

সিদ্ধান্ত হয় অস্থায়ী পাবলিক টয়লেট স্থাপন করা হবে, ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা থাকবে। কাজীরহাট-আরিচা রুটে রাতে স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। স্পিডবোটগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট থাকতে হবে। প্রতি স্পিডবোটে ১২ জন যাত্রী ও জনপ্রতি ২২০ টাকার বেশি ভাড়া নেওয়া যাবে না।

কিন্তু কে শোনে কার কথা। প্রশাসনের নাকের ডগায় বাড়তি ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী নিয়ে দেদারসে পারাপার করছে যাত্রী। অভিযোগ উঠেছে যাত্রীদের সাথে যত্রতত্র খারাপ আচরণ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের এমন তৎপরতা থাকার পরে ও কেন থামাতে পারছেনা আরিচা-কাজিরহাট নৌপথের স্পিড বোডের এমন ভয়াবহতা!

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।