স্বপন রবি দাশ (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জে জমির ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ৩ জন।
শনিবার (২২ মার্চ) বিকালে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের হিলালপুর গ্রামের সামনে ফুলকুচি হাওরে এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বদলপুর ইউনিয়নের হিলালপুর গ্রামের আনোয়ার মিয়া ও জলসুখা গ্রামের পাটুলী পাড়ার সঞ্জব আলীর ছেলে জসিম মিয়া ফুলকুচি হাওরে দখলকিত খাস জমি রোপন করে।
হিলালপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে জমি থেকে ঘাস কাটার চলে জমির হালি কেটে নেয়, এই অবস্থা দেখে পাটুলীপাড়ার সঞ্জব আলীর ছেলে জসিম মিয়া, নাসির মিয়া বাঁধা দিলে কথার কাটাকাটি করে সংঘর্ষ ঘটে।
দীর্ঘ সময় সংঘর্ষ হলে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে এসে সংঘর্ষ থামায়। এতে উভয় পক্ষে তিন জন আহত হয়।
আহতরা হলেন- শামসুল আলম, ফারজুল আলম,জসিম মিয়া, আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেন, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) এবি এম মাঈদুল হাসান তিনি জানান,জমির ঘাস ও হালি কাটা নিয়ে সংঘর্ষ বাদে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে সংঘর্ষ থামায়। এই বিষয়ে থানায় কোন অভিযোগ আসে নাই। অভিযোগ আসলেই দ্রুত ব্যবস্থা দেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে ।