স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন যশোর জেলা শাখার সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ খবর জানানো হয়।
বষিয়াণ রাজনীতিক অধ্যাপক নার্গিস বেগম পাঁচ বছর যশোর জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনের পর গত ২২ ফেব্রুয়ারি সম্মেলনে নতুন নেতৃত্বের প্রত্যাশায় দলের কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করেননি। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের সকল নেতা-কর্মীর জেলা কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার অনুরোধে তিনি দলে নতুন নেতৃত্ব তৈরির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, দলের নেতৃত্ব রদবদল হবে এটাই স্বাভাবিক। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলে অবারিত গণতন্ত্রের চর্চা রয়েছে। সেই গণতন্ত্রের চর্চার অংশ হিসেবে দলের নতুন নেতৃত্ব সৃষ্টি করতে আমার এমন সিদ্ধান্ত।
রাজনীতিতে এমন উদারনীতির দৃষ্টান্ত স্থাপনকারী নার্গিস বেগমকে গতকাল দলের ভাইস চেয়ারম্যান মনোনীত করায় জেলা বিএনপিতে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, অধ্যাপক নার্গিস বেগম বিগত দিনে আমাদের অভিভাবক হিসেবে দল পরিচালনা ও কঠিন সময় পার করেছেন। তার যথার্থ মূল্যায়নে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে অভিনন্দন জানাচ্ছি অধ্যাপক নার্গিস বেগমকে।
বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান বলেন, আমাদের প্রয়াত অভিভাবক তরিকুল ইসলাম দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। উনার শূন্যতায় তারই যোগ্য স্ত্রী স্বনামধন্য রাজনীতিক ও শিক্ষাবিদ হিসেবে নার্গিস বেগমকে যথাযথ মূল্যায়ন করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭